ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর আমাদের সোনাপুর । অতিতের স্মৃতিগাথা নদীর স্রোতধারার ন্যায় চলমান । সোনাপুরের সোনাগাজী উপজেলার পূর্বাংশে অবস্থিত আমিরাবাদ ইউনিয়ন। এই সোনাপুর গ্রামটি যে কারণে মূলত ঐতিহ্য মন্ডিত তা হচ্ছে এই গ্রামে সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয় উপস্থিতি । এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ শামসুল হক।
এই ক্ষনজন্মা মহাপুরুষ জনাব হাজী মোহাম্মদ শামসুল হক সাহেব ১৯৩৩ সনের ১ লা জানুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলাস্থ মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেন । পিতার নাম মোহাম্মদ ইদ্রিছ মিঞা ও মাতা মোসাম্মৎ আমেনা খাতুন । শৈশবে পিতা-মাতার সান্নিধ্যে স্নেহ মমতায় প্রতি-পালিত হন।
তিনি শিক্ষা জীবন মক্তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তিতে সাধারন শিক্ষার জন্য মতিগঞ্জ আর,এম হাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন । সেখানে তিনি কৃতিত্বের সাথে প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষা অর্জনের জন্য চ্ট্টগ্রাম কলেজে ভর্তি হন। অত্র কলেজে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন।
পড়ালেখা শেষ করে তিনি কর্মজীবনে পদার্পণ করে সরকারি চাকুরিজীবি হিসাবে সাধারন বীমা কোম্পানীর মহাব্যবস্থাপক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে সফলতার সাথে কর্মজীবন শেষ করেন। চাকুরি জীবন শেষে তিনি চট্টগ্রামে নিজ উদ্যোগে ব্যবসায় মনোনিবেশ করেন। ব্যবসার পাশপাশি তিনি বিভিন্ন সেবামুলক কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি,চট্টগ্রাম মেডিকেল কলেজ,বাংলাদেশ হজ্ব ফাউন্ডেশন,আন্জুমানে খাদেমুল হজ্ব (বাংলাদেশ),ফেনী সমিতি চট্টগ্রাম,সোনাগাজী সমিতি চট্টগ্রামের সদস্য ছিলেন।
তিনি যখন ই গ্রামের বাড়িতে আসতেন তখন তিনি চিন্তা করতেন গ্রামের মানুষের উন্নয়নে কিছু করবেন। তখন তিনি দেখলেন গ্রামের মানুষ গুলো বেশির ভাগ অশিক্ষিত তাই তিনি ভাবলেন গ্রামের এ নদী উপকূলীয় এলাকার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার আলোর। তাই তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করে সোনাপুর গ্রামে একটি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এছাড়া তিনি তার বাড়ির পাশে হাফেজিয়া মাদ্রাসা,মক্তব, মসজিদ সহ আরো অনেক সেবামুলক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়ে আসছেন।
১৯৭৩ ইং সালে তিনি সুলাখালী গ্রামে আসেন এবং তাঁর পাশবর্তী গ্রাম সোনাপুরে তিনি তাঁর নামে সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। । অর্ধ-শতাব্দীর এই বিদ্যাপীঠ ১.৮৮ একর ভূমি নিয়ে যাত্রা শুরু করে । বর্তমানে একাধিক ভবন একটি বড় পুকুর ও একটি বিশাল খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি স্ব-গৌরবে মাথা উচু করে দাড়িয়ে আছে ।অত্র বিদ্যালয়ে বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। অর্ধ-শতবছর পেরিয়ে গেলেও এই বিদ্যালয়ের যৌবন রুপ লাবণ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মরহুম হাজী মোহাম্মদ শামসুল হক সাহেব ০৭ ই ফেব্রুয়ারি ২০০৭ ইং সনে সবাইকে শোক সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন ।
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| মোহাম্মদ ইকরামুল হক | চেয়ারম্যান | সভাপতি |
| মোঃ নুরুল আনোয়ার | বিদ্যোৎসাহী | সদস্য |
| মোহাম্মদ ফিরোজ কবির | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
| এ,টি,এম সফিকুল ইসলাম | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
| নাম | রোল | শ্রেণী | পদবী |
|---|---|---|---|
| দুর্জয় চন্দ্র রায় | 2 | দশম শ্রেনী | সভাপতি |
| রিথী আক্তার | 16 | দশম | সহ-সভাপতি |
| আশ্রাফুল ইসলাম | 2 | নবম | সহ-সভাপতি |
| আরিফা সুলতানা | 110 | নবম | সাধারণ সম্পাদক |
| বিবি মরিয়ম যুথি | 6 | অস্টম | যুগ্ন-সাধারণ সম্পাদক |
| তাসমিম জাহান | 1 | অস্টম | দপ্তর সম্পাদক |